পেট্রোল পাম্পে তেল নিতে এসে যুবকের দাদাগিরি, পাম্প কর্মীকে মারধর

বুবুন মুখোপাধ্যায়, আসানসোল: বাইক নিয়ে পেট্রোল পাম্পে তেল ভরাতে এসে দাদাগিরি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই যুবক পাম্পের এক কর্মীর ওপর চড়াও হয়ে তাঁকে ব্যাপক মারধর করে। সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে পেট্রোল পাম্পে লাগানো সিসি ক্যামেরায়। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পাম্পের অন্যান্য কর্মীরা। জখম পেট্রোল পাম্প কর্মীকে ভর্তি করা হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, আসানসোল দক্ষিণ থানার পুরনো রামকৃষ্ণ মিশন মোড় সংলগ্ন পেট্রোল পাম্পে। পাম্প মালিক সুবীর সাহা গোটা ঘটনার কথা জানিয়ে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হামলাকারী যুবককে খুঁজে বার করতে পুলিশ পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন মোড় সংলগ্ন এলাকায় রয়েছে একটি পেট্রোল পাম্প। শনিবার রাতে এক যুবক মোটরসাইকেল নিয়ে সেখানে আসে পেট্রোল নিতে। অভিযোগ ওই যুবক অন্যান্য গ্রাহকদের উপেক্ষা করে তাকে আগে পেট্রোল দেওয়ার জন্য বলে এক পাম্প কর্মীকে। কিন্তু ওই কর্মী একটি অন্য গাড়িতে পেট্রোল দেওয়া শেষ করে আসা মাত্রই ওই যুবক তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। তাঁকে ধাক্কা মারতে থাকে। কর্মী তার প্রতিবাদ করলে ওই যুবক আরও ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর সহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই কর্মীকে হুমকি দেয়। পাম্পের অন্যান্য কর্মীরা তখন এগিয়ে এসে ওই যুবককে শান্ত করার চেষ্টা করলেও যুবক হুমকি দিতে থাকে। ঘটনায় পাম্পে আসা অন্যান্য গ্রাহকরা দাঁড়িয়ে যান। এরপর পরিস্থিতি বেগতিক বুঝে ওই যুবক চম্পট দেয়। এই ঘটনায় পাম্প মালিক সুবীর সাহা বলেন, জখম হওয়া কর্মীকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গোটা ঘটনার কথা জানিয়ে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে। পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − thirteen =