নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর: এবার ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপির ছেলে অনির্বান দাসের কাছে ২০ লক্ষ টাকা চেয়ে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত বিরিয়ানি ব্যবসায়ী ও তাঁর পরিবার। বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস জানান, মাধ্যমগ্রামের দোকান থেকে মঙ্গলবার গভীর রাতে তিনি ব্যারাকপুর মোহনপুরে কেএমডিএ নগরে আবাসনে ফিরছিলেন। সোদপুর মুড়াগাছা থেকে দুটি বাইকে চারজন তাঁর গাড়ির পিছু নেয়। ব্যারাকপুর ওয়ারলেস মোড় সন্নিহিত তাঁর বাড়ির কাছাকাছি পর্যন্ত দুষ্কৃতীরা তাঁকে ফলো করে। বিরিয়ানি ব্যবসায়ী অনির্বান দাসের অভিযোগ, তিন-চার মাস আগে ২০ লক্ষ টাকা চেয়ে তাঁর কাছে হুমকি ফোন এসেছিল। বিষয়টি প্রশাসনকে জানানোর পর কিছুদিন ওরা চুপচাপ ছিল। তাঁর অভিযোগ, ফের টাকা চেয়ে হুমকি ফোন আসছে। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। মূলত ওরা হোয়াটস এপে কল করে টাকা চাইছে। স্থানীয় মোহনপুর থানায় জানানোর পাশাপাশি তিনি বিষয়টি ব্যারাকপুর পুলিশ কমিশনারকেও জানিয়েছেন। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের নাগাল পাওয়ার চেষ্টা করছে। প্রসঙ্গত, এক বছর আগে ব্যারাকপুর ওয়ারলেস মোড়ের কাছে ওই ব্যবসায়ীর বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। তাছাড়া গত ১৫ জুন বেলঘড়িয়া রথতলা মোড়ের কাছে ব্যারাকপুরের বাসিন্দা আরেক ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে। একের পর এক ব্যবসায়ীর কাছে টাকা চেয়ে হুমকি ফোন আসায় আতঙ্কিত ব্যারাকপুরের ব্যবসায়ীরা।
ছবি আছে—- ব্যবসায়ী অনির্বাণ দাস