বাংলাদেশের চার বন্দরে জারি ঘূর্ণিঝড় মনদৌসের সতর্কতা

ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় মনদৌসের প্রভাব ভারতের তামিলনাড়ু ,পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলের পাশাপাশি বাংলাদেশেও পড়তে চলেছে। আর তাই আগেভাগেই ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে বাংলাদেশে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ট্রলার ও নৌকাগুলিকে মাঝসমুদ্র থেকে ফিরে আসার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার সকালে পুদুচেরি ও শ্রীহরিকোটার মধ্যে আছড়ে পড়তে পারে ঝড়। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিমি।

বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ১৬৫০ কিমি দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে। কক্সবাজার থেকে দূরত্ব ১৫৯০ কিমি। মোংলা বন্দর থেকে ১৫৬৫ কিমি দূরে রয়েছে। পায়রা বন্দর থেকে ঝড়টির দূরত্ব ১৫৫০ কিমি। তবে ঝড়ের সে ভাবে কোনও প্রভাব পড়বে না বাংলাদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 4 =