অন্ধ্র উপকূলের দিকে আরও এগোলো ঘূর্ণিঝড় মন্থা

বিশাখাপত্তনম : বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে মন্থা। মৌসম ভবন জানিয়েছে, ক্রমশ সে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়বে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ইতিমধ্যেই অন্ধ্র ও ওড়িশার উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে।

বর্তমানে ঝড়টি চেন্নাই থেকে প্রায় ৪২০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আছড়ে পড়ার পর মন্থা ধীরে ধীরে দুর্বল হয়ে ওড়িশার দিকে অগ্রসর হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − three =