পঞ্চমীর রাতেই জনজোয়ার তিলোত্তমায়, ষষ্ঠীতে রেকর্ড ভিড়ের আশা অনেক পুজো উদ্যোক্তার

কলকাতা : উৎসবে মাতোয়ারা শহর কলকাতা। কার্যত চতুর্থীর সন্ধ্যা থেকেই রাজপথের দখল গিয়েছে জনতার হাতে। পঞ্চমীর সন্ধ্যায় জনজোয়ারের সাক্ষী থেকেছে তিলোত্তমা। আবহাওয়ার খামখেয়ালির মধ্যেও পুজোর এই চারটে দিন উৎসবের আনন্দে কোনওরকমের ঘাটতি রাখতে চাইছেন না উৎসবপ্রিয় বাঙালি। সেই দেখেই অনেক পুজো উদ্যোক্তা মনে করছেন, রবিবার রেকর্ড ভিড় হতে পারে ষষ্ঠীতে।

প্রসঙ্গত, শনিবার পঞ্চমীর দিনেই যাননিয়ন্ত্রণে কার্যত হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকর্মীদের। পঞ্চমীর ভিড় এবং যানজট দেখে শহরবাসীর একাংশ মনে করছেন, পুলিশ এমন ভিড়ের জন্য হয়তো প্রস্তুত ছিল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় ভিড় ক্রমশ বেড়েছে। হাতিবাগান, চৌরঙ্গী এবং গড়িয়াহাট চত্ত্বরে ভিড় ছিল চোখে পড়ার মত।

প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে ক্যাম্যাক স্ট্রিটও সবর্ত্রই ছবিটা ছিল এক। খান্না, হাতিবাগান ও মানিকতলার বেশ কিছু অংশে যান চলাচল অনেকটাই স্লথ হয়ে পড়ে। রাতের দিকে উত্তর কলকাতার বেশ কয়েকটি প্রধান পুজো মন্ডপ যেমন বাগবাজার সার্বজনীন, হাতিবাগান সার্বজনীন, নলিন সরকার স্ট্রিট এবং কাশী বোস লেনে দীর্ঘ লাইন চোখে পড়ে। কলেজ স্কোয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ারে ধরা পড়েছে জনজোয়ারের ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 10 =