দুই যুদ্ধ জাহাজ দেখতে ভিড় খিদিরপুর ডকে, শেষদিনেও উজ্জ্বল উপস্থিতি

কলকাতা : এক জোড়া যুদ্ধ জাহাজ বর্তমানে শহরে। কলকাতায় অবস্থান করছে। এবং তা দেখতে সাধারণ মানুষ ভিড় জমিয়েছে। কেউ সেলফি তুলতে ব্যস্ত। আবার কেউ বা একঝলক ঘুরে নিয়েই খুঁটিয়ে তথ্য সংগ্রহে এক প্রান্ত থেকে অন্য জায়গায় চলেছেন। শনিবার সমাপ্তি পর্বের দিনেও সব বয়সের মানুষের উজ্জ্বল উপস্থিতি নজরে পড়েছে। উল্লেখ্য, নৌবাহিনী দিবসের প্রাক্কালে খিদিরপুর বন্দরে নোঙর করেছে ভারতীয় নৌবাহিনীর দুই শক্তিশালী ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজ আই এন এস খঞ্জর ও আই এন এস কোরা। প্রথমত, আই এন এস খঞ্জরের ডাক নাম গ্রে ফেরারি। যদিও খঞ্জরের বাংলা তর্জমা করলে হয় ছোরা। এর দ্রুততা ও তৎপরতার জন্য একে ওই নামে ডাকা হয়ে থাকে। সমুদ্র পথে নিরাপত্তা রক্ষা করা, জলদস্যুদের আক্রমণ প্রতিরোধ, জলপথে অবৈধ কার্যকলাপের পাশাপাশি উদ্ধার অভিযান, নৌ – মহড়া ইত্যাদিতে অংশগ্রহণ করে ওই যুদ্ধজাহাজ। ১,৩৫০ টন মাল বহন ক্ষমতা। আই এন এস কোরা – মূলতঃ গাইডেড মিসাইল কর্ভেট। এতে বিধ্বংসী মিসাইল বসানো রয়েছে।

এই জাহাজটির ১,৪০০ টন মাল বহন করতে পারে। মিসাইল কামান থেকে শুরু করে একে – ১৭৬, একে – ৬৩০ রাইফেল বহনেও দুই সক্ষম যুদ্ধজাহাজ। উল্লেখ্য, শনিবার শেষ দিন তা ঘুরে দেখার সুযোগ ছিল । তবে, আধার কার্ড সঙ্গে করে নিয়ে সটান তিন নম্বর গেট দিয়ে সেখানে ঢুকতে হবে। সকাল ৯ টা থেকেই যুদ্ধজাহাজ দেখার সুযোগ করে দিয়েছে নৌবাহিনী। বিকেল ৫ টা পর্যন্ত সেই সুযোগ। চলতি মাসের ২৭ তারিখে পৌঁছেছে।

সূচনা লগ্নেই ন্যাশনাল ক্যাডেট কর্পস সংক্ষেপে এনসিসি পড়ুয়াদের জন্য অনুমতি মেলে। পরদিন ২৮ তারিখ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জন্যেও ব্যবস্থা ছিল। পরের দুইদিন অর্থাৎ ২৯-৩০ নভেম্বর আমজনতার জন্যে উন্মুক্ত। প্রসঙ্গত, কলকাতায় গার্ডেনরিচ শিপ বিল্ডাস আ্যন্ড ইঞ্জিনিয়ার্সে দুই যুদ্ধ জাহাজ গড়ে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =