কলকাতা : ইডেনে খেলার পারদ চড়ছে। টিকিটের জন্য বড় লাইন। মহমেডান স্পোর্টিং ক্লাবের মাঠের সামনে বৃহস্পতিবার সকাল থেকে ভিড়।
টিকিট কাউন্টারের সামনে উঁকি ঝুঁকি অব্যাহত। মোতায়েন পুলিশ। কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, গত মঙ্গলবার থেকেই খোলা হয়েছে ওই কাউন্টার। অফলাইনেও বেশ চাহিদা রয়েছে টিকিটের। গত দুই দিন ধরে চড়া রোদ্দুরেও লাইন দিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।
শনিবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স পরস্পরের মুখোমুখি হবে। তার আগে নিরাপত্তা জোরদার করা হয়েছে।