কলকাতা : বর্ষশেষ এবং নতুন বছরকে স্বাগত জানাতে কলকাতা শহর মেতে উঠেছে সেলিব্রেশনে। শহরের অন্যতম দর্শনীয় স্থান আলিপুর চিড়িয়াখানায় মঙ্গলবার বিপুল ভিড় দেখা যায়।
প্রতি বছরের মতো এ বছরেও পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করাও চিড়িয়াখানায় আসেন পিকনিকের মেজাজে। আলোর রোশনাইয়ে সেজেছে কলকাতা, আর চিড়িয়াখানায় হাজির হওয়া দর্শনার্থীরা আনন্দের সঙ্গে সময় কাটাচ্ছেন।
তবে, ভিড় সামলাতে চিড়িয়াখানার নিরাপত্তা কর্মী ও পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে। এই কারণে, চিড়িয়াখানার বিভিন্ন অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করতে বাধ্য হন কর্তৃপক্ষ।

