কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার, গ্রেপ্তার মহিলা পাচারকারী

বনগাঁঁ: প্রায় এক কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার, বিএসএফের জালে গ্রেপ্তার মহিলা পাচারকারী। পেট্রাপোল সীমান্ত লাগোয়া জয়ন্তীপুর এলাকার ১৫৮ ব্যাটালিয়নের বিএসএফের জওয়ানরা ১৫টি সোনার বিস্কুট সহ এক মহিলা পাচারকারীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া সোনার ওজন ১৭৪৯.৭২ গ্রাম, যার আনুমানিক মূল্য ৯৭,২১,৪৪৪ টাকা। ধৃত মহিলা পাচারকারীর নাম আকলিমা সরদার। জিজ্ঞাসাবাদে ওই মহিলা চোরাকারবারী জানায়, এই সোনা তাকে বেনাপোলের বাসিন্দা বাংলাদেশি চোরাকারবারী বাদল দিয়েছিল। সে আরও জানায়, এরপর সে পেট্রাপোলের বাসিন্দা ভারতীয় চোরাকারবারী আজগর শেখের কাছে এই সোনার বিস্কুটগুলো হস্তান্তর করতে যাচ্ছিল। এই কাজের জন্য সে ২,০০০ টাকা পেত। কিন্তু জওয়ানরা তাকে পাচারের আগেই ধরে ফেলে। আটক মহিলা পাচারকারীকে উদ্ধার হওয়া সোনা-সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক বিভাগ পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 3 =