আর ৪৪টি গোল করে বুটজোড়া তুলে রাখতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বিশ্বকাপের আগেই ৪১ পূর্ণ করবেন। তার আগে নিজের লক্ষ্য স্থির করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানিয়ে দিলেন, ১০০০তম গোল করার আগে কোনও ভাবেই অবসর নিতে চান না। লক্ষ্যপূরণ করতে রোনাল্ডোর দরকার আর ৪৪টি গোল।
আল আখদুদের বিরুদ্ধে জোড়া গোল করেছেন রোনাল্ডো। আল নাসেরের ফুটবলারের ৯৫৬টি গোল হয়ে গিয়েছে। এখনই থামার কোনও ইচ্ছা নেই রোনাল্ডোর। দুবাইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোনাল্ডো বলেছেন, “এখন খেলা চালিয়ে যাওয়া কঠিন। কিন্তু আমি অনুপ্রাণিত। আমার ইচ্ছাশক্তি অনেক বেশি। আমি খেলা চালিয়ে যেতে চাই।
আমি ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যায় (১০০০ গোল) পৌঁছতে চাই। চোট না পেলে নিশ্চিত ভাবেই সেই কাজ করে দেখাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 5 =