ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দল সোমবার ত্রিদেশীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে এই ম্যাচ। গত ম্যাচে ইরানের বিরুদ্ধে ০-২ হারের পর এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কোচ ক্রিস্পিন ছেত্রীর দল। এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬ এর প্রস্তুতি পর্ব হিসেবে এই ত্রিদেশীয় টুর্নামেন্ট।
রবিবার প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে ক্রিস্পিন ছেত্রী বলেন, “ইরানের বিরুদ্ধে আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলিনি, তবে এই ম্যাচ থেকেই আমরা শিক্ষা নিয়েছি। শারীরিক দিক থেকে শক্তিশালী দলের বিরুদ্ধে আমরা জানি কিভাবে প্রস্তুত থাকতে হয়। নেপাল একেবারে আলাদা প্রতিপক্ষ। সুতরাং, আমরা আরও ভালো খেলার আশা করছি। আমরা এই ম্যাচে কিছু জুনিয়র মেয়েদের সুযোগ দেব। যাতে এশিয়ান কাপের আগে আমাদের কাছে ৩০-৩৫ জন খেলোয়াড় তৈরি থাকে।”
নেপালের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে কোচ ক্রিস্পিন ছেত্রী কয়েকজন জুনিয়র মেয়েদের দলে যোগ করেছেন। অনুর্ধ্ব ১৭ দলের অধিনায়ক জুলান নংমাইথেম, ডিফেন্ডার লিন্ডা চানু এবং গোলকিপার অদ্রিজা সারখেল। মনীষা কল্যাণ এখনও অসুস্থ, তাই এই ম্যাচে দল তাকে পাবে না। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে plus.fifa.com ওয়েবসাইটে।

