ঈশ্বরের বিরুদ্ধে অপরাধের কারণে মৃত্যুদণ্ড ইরানে! হিজাব বিরোধী আন্দোলনে (Anti Hijab Protest) অংশ নেওয়ার ‘অপরাধে’ প্রতিবাদীদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল ইরানের (Iran) প্রশাসন। এবার সেই আদেশ কার্যকর করল সেদেশের মৌলবাদী শাসকরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই মহসিন শেকারি নামে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। সেদেশের মানবাধিকার সংস্থাগুলির দাবি, বিচার প্রক্রিয়া ছাড়াই মহসিনকে দোষী সাব্যস্ত করা করা হয়েছে। ইরানের আদালতের দাবি, ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ করেছেন ওই ব্যক্তি। সেই জন্যই তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ইরানের মানবাধিকার সংগঠনগুলি আশঙ্কা করছে, এবার প্রত্যেকদিন হিজাব বিরোধীদের মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করতে শুরু করবে ইরানের প্রশাসন। অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ না হলে ইরানের দমননীতি আরও বাড়বে বলেই তাঁদের অনুমান। অন্যদিকে, ইরানের তরফে সরকারিভাবে ১১ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার দেওয়া হয়েছে।
গত দু’মাস ধরে হিজাব বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে রয়েছে ইরান। পুলিশ-সহ অন্যান্য নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন আন্দোলনকারীরা। মহসিনের বিরুদ্ধে অভিযোগ, রাজধানী তেহরানের রাস্তা আটকে প্রতিবাদ করছিলেন তিনি। সেই সঙ্গে আধা-সামরিক বাহিনীর একজনকে আক্রমণ করার অভিযোগ আনা হয়। ইরানের আদালত জানিয়ে দেয়, হিজাব পরার প্রতিবাদ করে আসলে ঈশ্বরের বিরুদ্ধে অন্যায় করেছেন মহসিন। সেই অপরাধেই তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।