ক্রিকেট ছিল প্রাণ, সেই খেলাই প্রাণ কাড়ল বনগাঁর হাবিব মণ্ডলের

প্রাণের প্রিয় ছিল ক্রিকেট, সেই ক্রিকেট (Cricket) বলের আঘাতেই প্রাণ গেল যুবকের। শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকায়। উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল থানার জয়ন্তীপুরের বাসিন্দা হাবিব মণ্ডল ক্রিকেট খেলতে গিয়েছিল দিল্লিতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৫ অগস্ট ক্রিকেট খেলার জন্য বাড়ি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় হাবিব, দিল্লিতে পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তার। ১৯ অগস্ট সকাল বেলা প্রথম প্রস্তুতি ম্যাচ শুরু হয়। প্রথম প্রস্ততি ম্যাচে হাবিব যে দলের হয়ে খেলছিল সেই দলের প্রথম উইকেটের পতনের পর তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে তৃতীয় ওভারে ব্যাট করতে নামে হাবিব। তৃতীয় ওভারের পঞ্চম বলে বিপক্ষ দলের একজন পেসারের বল এসে হাবিবের বাঁ দিকের বুকের পাজরে লাগে। পিচের উপরেই লুটিয়ে পড়ে হাবিব এবং জ্ঞান হারায়। সঙ্গে সঙ্গে সতীর্থ খেলোয়াড়রা হাবিবকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়, তারপর কিছু সময় পর চিকিৎসকরা এসে সতীর্থদের জানায় হাবিব মারা গেছে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, গত ১৯ অগস্ট শুক্রবার সকালে পরিবারের কাছে ফোন আসে বুকে বল লেগে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে হাবিবকে। তার কিছু সময় পর তারা জানতে পারেন হাবিব মারা গেছে। হাবিব বিয়ের পর উত্তর ২৪ পরগনার বাগদার রাউতারা গ্রামে থাকতেন স্ত্রীকে নিয়ে। সেই বাড়ি থেকেই গত ১৫ আগস্ট খেলার জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় সে। তারপর ১৯ অগস্ট সকালে পরিবারের কাছে হাবিবের মৃত্যুর খবর পৌঁছয়। হাবিবের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার, শোকাহত গ্রামের মানুষ। বুধবার গভীর রাতে মৃতদেহ বাড়িতে আসে। এই বিষয়ে হাবিবের স্ত্রী নীলিমা মণ্ডল বলেন, খেলতে খুব ভালোবাসত হাবিব। মাঝে মাঝেই বলত খেলতে গিয়ে যদি প্রাণও চলে যায় যাক, সেই খেলাই প্রাণ কেড়ে নিল ওর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eleven =