খিদিরপুরে সিপিএমের জনসংযোগ কর্মসূচি, তৃণমূলকে হারানো যাবে না, খোঁচা ফিরহাদের

কলকাতা: সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের জনসংযোগ কর্মসূচি খিদিরপুরে। তা নিয়েই খোঁচা তৃণমূলের।
শনিবার খিদিরপুরে সিপিএমের জন সংযোগ কর্মসূচিতে লাল কাপড় হাতে নিয়ে দোকানে দোকানে ঘুরে সাহায্য চান সেলিম ও অন্যান্যরা। সেলিমের এই জনসংযোগ কর্মসূচিকে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘যত জনসংযোগই করুক না কেন, তৃণমূলকে হারাতে পারবে না। এরপরও মানুষ তৃণমূলের পাশেই থাকবে।’
এদিন খিদিরপুরে বাজারে ঘুরে ঘুরে জনসংযোগ, সাহায্য তোলার পাশাপাশি শাসকদলের বিভিন্ন বিষয়কে সামনে রেখে সরবও হন। মহম্মদ সেলিম বলেন, ‘গত ৬ মাস ধরে সারা বাংলাজুড়ে আমাদের এই কর্মসূচি চলছে। মানুষ দু’হাতে সহযোগিতা করছেন। আমরা স্লোগান তুলেছি বাংলা বাঁচাও, চোর হঠাও। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নেতা নেত্রীদের গ্রামে যেতে বলছেন। অথচ তাঁরা বিক্ষোভের মুখে পড়ছেন। আমরা যেখানে যাচ্ছি মানুষকে পাশে পাচ্ছি।’
মহম্মদ সেলিমের কথায়, মানুষ চাইছেন এই অন্যায়, দুর্নীতি, ভ্রষ্টাচার থেকে মুক্তি পেতে। বিজেপি ও তৃণমূল মানুষকে লুঠ করছে। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘জীবনে যতই এরা যোগাযোগ করুক আমাকে হারানোর ক্ষমতা এদের নেই। চেষ্টা করে যাক, আবার ৭০ হাজার থেকে ৮০ হাজার ভোটে জিতব।’
এ মাসেই পিএম পোষণ প্রকল্পে কেন্দ্রীয় দল আসছে কলকাতায়। মিড ডে মিল সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখবে দলটি। এ প্রসঙ্গে বিজেপি ও তৃণমূলকে একসঙ্গে তোপ দাগেন সেলিম। বলেন, ‘কেন্দ্রে যে একটা সরকার আছে জানা গেল। ২০১১ থেকে বাংলায় চুরি চলছে। ঘরের টাকা, মজুরির টাকা, কালভার্টের টাকা, রেশন, রাস্তার টাকা সবই লুঠপাট হয়। কেন্দ্রের প্রকল্পের টাকার লুঠ হয়, কেন্দ্র কেন কোনও পদক্ষেপ করেনি?’ যদিও ফিরহাদ হাকিম বলেন, ‘যে দলই আসুক কোনও সমস্যা নেই। দেখবে সব ঠিক আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + twenty =