নিজস্ব প্রতিবেদন, জামুড়িয়া: মঙ্গলবার বিভিন্ন দাবি নিয়ে জামুড়িয়া শিল্পতালুকে একটি বেসরকারি কারখানার গেটের সামনে সিপিএমেরû পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
বিক্ষোভ শেষে কারখানা কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি প্রদান করা হয়। এই বিষয়ে সিপিএম নেতার দাবি, বামফ্রন্টের আমলে এই ৯ ফুট রাস্তাটি তৈরি করা হয়েছিল এবং সেই সময়ে এখানে একটি কারখানা স্থাপনের ব্যবস্থা করা হয়েছিল। কথা ছিল, কারখানা কর্তৃপক্ষ তার প্রয়োজন অনুযায়ী রাস্তা প্রশস্ত করবে। কিন্তু দেখা যাচ্ছে তারা সেরকম কিছু করেনি। এলাকায় বেসরকারি কারখানাগুলি রাস্তার ওপর তাদের পরিবহণের গাড়িগুলি দাঁড় করায়। যার ফলে স্থানীয় মানুষদের যাতায়াত করতে অনেক কষ্ট হয়, রাস্তা হয়েছে সংকীর্ণ ও বেহাল। আর এর ফলেই এখানে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এখানে অনেক ßুñল আছে কিন্তু ছেলেমেয়েরা ßুñলে আসতে পারছে না। কারণ এখানে টোটো আসতে রাজি নয়, মোটরসাইকেল নিয়ে এলে দুর্ঘটনার আশঙ্কা থাকে, এমনকি বাইসাইকেলও চলে না, হাঁটাও কঠিন বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। এত সমস্যা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন।
বিক্ষোভকারীদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ শুধু নিজেদের মুনাফা গোছাতেই ব্যস্ত। এখানে কলকারখানার কারণে এলাকার মানুষ মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন। ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে যোগসাজশে কারখানা কর্তৃপক্ষ দূষণ সংক্রান্ত যাবতীয় নিয়ম লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন এলাকার সিপিএম নেতৃবৃন্দ।