বনাধিকার আন্দোলনের পাশে সিপিএম প্রার্থী সোনামণি

ঝাড়গ্রাম: সোমবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সোনামনি টুডুকে দলের শিলদা আঞ্চলিক অফিসে বনাধিকার গ্রাম সভা মোর্চার পক্ষ থেকে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গ তথা জঙ্গলমহলের বনাধিকারের বঞ্চনা ও সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সিবিআইএম প্রার্থী কথা দেন, বিভিন্ন সভা সমাবেশে আদিবাসীদের এই অরণ্যর অধিকার নিয়ে কথা বলবেন। তিনি বলেন, আদিবাসীদের বনাধিকারের বিষয়টি তার খুব পছন্দের ইস্যু। আদিবাসী মানুষ যাতে তাদের অধিকার পান সে জন্য তিনি চেষ্টা করবেন।
আলোচনার সময় সোনামণি টুডু জানান, অযোধ্যা পাহাড়ের আন্দোলনের সময় কিভাবে সেখানকার মানুষ বনাধিকার আইন রূপায়নের জন্য লড়াই করেছেন সকলেই দেখেছেন। প্রতিটি দেওয়ালে এই আইন নিয়ে দেওয়াল লিখন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 2 =