মনোনয়নে হামলার অভিযোগ। আইএসএফ-কে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার ঘটনায় মঙ্গলবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ভাঙড়ে। অন্যদিকে, মিনাখাঁয় বাধার মুখে পড়ে সিপিএম প্রার্থীরাও। অন্তত তিন জন তাঁদের মনোনয় জমা দিতে পারেননি বলে খবর। এবার মনোনয়নে নিরাপত্তা চেয়ে বুধবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। আদালত সূত্রে খবর, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করে সিপিএম-আইএসএফ। দুটি মামলারই একসঙ্গে শুনানি হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার মনোনয়ন ঘিরে মঙ্গলবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ভাঙড় দু’ নম্বর ব্লকে। বিডিও অফিসের সামনেই পড়তে থাকে একের পর এক বোম। পাল্টা প্রতিরোধ গড়লে অগ্নিগর্ভের চেহারা নেয় ভাঙড়। এরপরই এদিনের এই ঘটনায় আইএসএফ-সিপিএমের অভিযোগতোলা হয়, মনোনয়ন দিতে বাধা দেওয়ায় তৃণমূল এলাকায় বোমাবাজি করে। আইএসএফ কর্মীদের লক্ষ্য করে বোমা, এমনকি গুলি চালানো হয়।
এই ঘটনার জেরে বুধবার থমথমে এলাকা। এদিন সকালেও খোলেনি অধিকাংশ দোকানপাট। এদিন সকালেও কাঠালিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকেত দেখা যায় ভাঙাচোরা বাইক। ভাঙড় ২ নম্বর ব্লকের সামনে বুধবারও রয়েছে পুলিশ পিকেটিং। এদিন মনোনয়ন জমা দেবে শাসক ও বিরোধীরা। নতুন করে যাতে নতুন করে অশান্তি না হয় সেদিকেই নজর প্রশাসনের। ভাঙড় ২ ব্লকে বিডিও অফিসের ভিতরে ও বাইরে তৈরি বাঁশের ব্যারিকেড। তৈরি করা হয়েছে পুলিশ কিয়স্কও। সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে বিডিও অফিস চত্বর। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুলের ইসলামের খাস তালুকে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকেও এদিন নমিনেশন জমা দেওয়ার কথা।