‘রক্ষা কর দেশের সংবিধান’, স্লোগান তুলে সোমবার পথে সিপিআইএম

সোমবার ফের ফের পথে নামছে সিপিআইএম। ‘রক্ষা কর দেশের সংবিধান। পরাস্ত কর দাঙ্গাবাজ সাম্প্রদায়িক বিজেপি ও দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে, শক্তিশালী কর বিকল্পের লড়াই, বিকল্প বামপন্থাই’- এই স্লোগানকে সামনে রেখেই শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার রানি রাসমণি রোডে সোমবার সমাবেশের আয়োজন করেছে সিপিআইএমের কলকাতা জেলা কমিটি।এদিনের সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম। থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সহ সিপিআইএমের শীর্ষস্তরের নেতা থেকে দলীয় কর্মীরাও।। আর সভায় সভাপতিত্ব করবেন কলকাতা জেলা সিপিআইএমের সম্পাদক কল্লোল মজুমদার। রাজনৈতিক মহলের ধারনা, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এবার দলীয় শক্তি পরখ করে নিতেই এদিন রাজপথে নামছে সিপিআইএম নেতৃত্ব।

প্রসঙ্গত, শনিবার থেকে প্রমোদ দাশগুপ্ত ভবনে শুরু হয়েছে সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সভা। তিনদিন ব্যাপী এই সভার শেষদিনেই কলকাতার রাজপথে মিছিল করে সমাবেশ করতে চলেছে সিপিআইএম নেতৃত্ব।কারণ, এটা রাজনৈতিক মহলের নজরে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়মিত সভা-সমাবেশ-মিছিলে বাড়ছে ভিড়।তবে এটা মূলত নজরে আসছে জেলার বিভিন্ন প্রান্তে। এদিকে দুর্গাপুজোর পর সেভাবে শহরে সিপিআইএমের তরফ থেকে বড় কর্মসূচি করতেও দেখা যায়নি।আর তা নিয়ে এমন জল্পনাও শোনা যাচ্ছিল যে তাহলে কী শহর কলকাতায় সংগঠন শক্তি কমেছে সিপিএমের! নাকি কিছুটা ঝিমিয়ে পড়েছেন দলের নেতা থেকে কর্মীরা। এই প্রশ্নের জবাব দিতেই সম্ভবত এবার কেন্দ্রীয় কমিটির তিনদিনের সভাকে কেন্দ্র করে সমাবেশের পরিকল্পনা নেওয়া হয় সিপিআইমের তরফ থেকে।  এদিকে কেন্দ্রীয় কমিটির তিনদিনের বৈঠককে কেন্দ্র করে সেজে উঠছে কলকাতা জেলা সিপিআইএমের অফিস প্রমোদ দাশগুপ্ত ভবন। লাল পতাকায় যেমন মুড়ে ফেলা হয়েছে গোটা অফিস, তেমনই অতীতের বিভিন্ন বিশেষ মুহূর্তের ছবিও তুলে ধরা হয়েছে সেখানে। বাম শিবির সূত্রে খবর, সিপিআইএম দলের প্রতিষ্ঠার সময় ৯ জন পলিটব্যুরোর সদস্য ‘নবরত্ন’-এর নামাঙ্কিত ন’টি ব্রিগেড এদিন মিছিল করে সমাবেশে আসবে। যেমন ভিক্টোরিয়া হাউস থেকে আসবে কমরেড বিটি রণদিভে ব্রিগেড, কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় পুরভবন থেকে কমরেড ইএমএস নাম্বুদিরিপাদ ব্রিগেড, সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে কমরেড একে গোপালন ব্রিগেড, সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে কমরেড জ্যোতি বসু ব্রিগেড, রামলীলা ময়দান থেকে কমরেড পি রায়মূর্তি ব্রিগেড, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে কমরেড হরকিষাণ সিং সুরজিৎ ব্রিগেড, গান্ধি মূর্তি (মেয়ো রোড) থেকে কমরেড পি সুন্দরাইয়া ব্রিগেড, নোনাপুকুর ট্রাম ডিপো থেকে কমরেড এম বাসবপুন্নাইয়া ব্রিগেড এবং ডেন্টাল কলেজ থেকে কমরেড প্রমোদ দাশগুপ্ত ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 9 =