উত্তরপ্রদেশ: গোরক্ষনাথ মন্দিরে নিরাপত্তারক্ষীদের ওপর হামলায় দোষী মুর্তজা আব্বাসিকে মৃত্যুদণ্ড দিল এনআইএর বিশেষ আদালত। গত বছর এপ্রিলে উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরে মোতায়েন নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার মুর্তজা। উত্তরপ্রদেশ পুলিশের অ্যাসিসট্যান্ট ডিরেক্টর জেনারেল (এডিজি, আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ১২১ ধারায় মুর্তজাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পুলিশকর্মীকে আক্রমণের দায়ে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় তাঁকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল।
উত্তরপ্রদেশ পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে যোগ ছিল মুর্তজার। জঙ্গি দলের সদস্যদের আর্থিক সাহায্য দিতেন তিনি। জেরায় এই তথ্যই উঠে এসেছিল বলে জানিয়েছেন এডিজি।
মু্র্তজা গোরক্ষপুরের বাসিন্দা। ২০১৫ সালে আইআইটি মুম্বই থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন তিনি। এর পর দু’টি সংস্থায় কাজও করেছিলেন। মুর্তজার পরিবারের দাবি, ২০১৭ সালে তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। তার পর অনেক চিকিৎসক তাঁর চিকিৎসা করেছেন। এই কারণে তাঁর দাম্পত্য জীবনেও সমস্যা দেখা গিয়েছিল। গত বছর হামলার পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।