কলকাতা : স্বাস্থ্যসাথী রেশন কার্ডও পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হোক। মুখ্য নির্বাচনী অফিসার-কে (সিইও) হোয়াটসঅ্যাপ বার্তায় এই আর্জি করেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। কিন্তু আবেদন গৃহীত হলনা। বৃহস্পতিবার প্রশাসন সূত্রে এ খবর জানা গিয়েছে।
বিহার এসআইআর মামলায় সম্প্রতি বড় নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। জানানো হয়েছিল, ১২ তম নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে। অর্থাৎ পরিচয়পত্র হিসেবে আগের ১১টি নথি ছাড়াও আধার গ্রহণ করা হবে। বিষয়টি জয় হিসেবেই দেখে বিরোধী রাজনৈতিক শিবির। সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সিইও-কে বিশেষ আর্জি করেছিলেন রাজ্যের মুখ্যসচিব ।
বিহারের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি স্পষ্ট করে দেয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ১২টি নথিই গ্রহণ করা হবে। এর বাইরে আরও কোনও নথি গ্রহণযোগ্য নয়। তবে, এক কথায় পশ্চিমবঙ্গের আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

