সিবিআইকে ভর্ৎসনা বিশেষ সিবিআই আদালতের বিচারকের

কেন্দ্রীয় সংস্থা সিবিআই-কে ভর্ৎসনা করলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক রানা দাম। বৃহস্পতিবার স্পষ্ট তিনি জানান, ‘ইয়ে ইনভেস্টিগেশন আপনি বস কি বাত নেহি হ্যায়।’ পাশাপাশ সিবিআইকে এদিন তিনি কটাক্ষের সঙ্গে তকমাও দেন ‘সেন্ট্রাল ব্যুরো অফ ইনকমপিটেন্সি’ বলেও। এখানে বলে রাখা শ্রেয়, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই ভাঙা রেকর্ড বাজাচ্ছে বলে আগেই মন্তব্য করেছিলেন বিচারক।
এদিকে বৃহস্পতিবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ মোট ১৪ জনকে আদালতে পেশ করা হলে ফের একবার তদন্তকারী সংস্থার কাজ নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। এদিকে সিবিআইয়ের তরফ থেকে যখন বিশেষ কিছু বিচারককে বলতে পারেননি আইনজীবীরা তখনই বিচারক রানা দাম জানান, অভিযুক্তদের আইনজীবীরা যা বলছেন, সেটাই ঠিক। এরই রেশ ধরে সিবিআই-এর তদন্তে অসন্তোষ প্রকাশ করে বিচারক জানান,‘অভিযুক্তদের আইনজীবীরা তো ঠিকই বলছেন। সিবিআই তো সেন্ট্রাল ব্যুরো অফ ইনকমপিটেন্সি। আইনের কিছু জানে না।’ এদিকে এদিন সিবিআইয়ের আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পার্থর জামিনের আর্জি জানান। তিনি বলেন, ‘পার্থ পাঁচবারের বিধায়ক। তাঁর নাম এফআইআরে নেই। এই মামলায় বার বার তাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে। তাহলে তো বলতে হবে কীভাবে। তার ব্যাপারে তদন্তকারী সংস্থাও কিছু বলছে না।’ পর পর যে রিমান্ড লেটার দেওয়া হচ্ছে সেখানে তদন্তের কোনও অগ্রগতির উল্লেখ নেই বলেও দাবি করেন পার্থর আইনজীবী।
এরপরই শুনানি চলাকালীন সিবিআই-এর আইনজীবীর উদ্দেশে বিচারক রানা দাম জানান, ‘আপনারা হাইকোর্টে গিয়ে জানিয়ে দিন এই তদন্ত আপনাদের দ্বারা হবে না।‘
পাশাপাশি সিবিআই আদালতের বিচারক এদিন এ প্রশ্নও তোলেন, ‘আপনাদের এই যে রেকর্ড বেজেই চলেছে, আর কতদিন? কতদিন ধরে চলবে? নির্দিষ্ট সময় বেঁধে দিন।’ জবাবে সিবিআই-এর আইনজীবী বলেন, ‘অনেক দালাল, অনেক লোক যুক্ত।’ প্রত্যুত্তরে বিচারক রানা জানান, ‘যদি ধরে নিই এক হাজার জন যুক্ত। তাহলেও তদন্ত শেষ করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − twelve =