কলকাতা : বছর ছয় আগেকার তিনটি খুনের মামলায় শাহজাহান শেখ-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলায় নিম্ন আদালতের পদক্ষেপের কথা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। এ বিষয়ে রাজ্য সরকারের কাছে তথ্য তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
সন্দেশখালির ‘ত্রাস’ শাহজাহান-সহ বেশ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে ২০১৯ সালে তিন-তিনটি খুনের ঘটনার অভিযোগ ওঠে। তাতে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। বুধবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে হাই কোর্ট জানতে চাইল, শাহজাহান শেখের বিরুদ্ধে নিম্ন আদালত এই মামলায় কী পদক্ষেপ নিয়েছিল।
রাজ্যের তরফে আইনজীবী জানান, ওই ঘটনায় ২৫ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাতে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, প্রত্যক্ষদর্শীর বয়ানে শাহজাহানকে শনাক্ত করেছিল, সেটার ‘কগনিজেন্স’ নেওয়া হয়েছিল? যদি নেওয়া হয়, তাহলে তার নথি পেশ করা হোক আদালতে।
বিচারপতি সেনগুপ্ত জানতে চান, ২০১৯-এ চার্জশিট জমা দেওয়া হয়েছিল? এরপর বিচারপতি জানান, ’১৯ সালে এই মামলায় নিম্ন আদালত কী কী পদক্ষেপ নিয়েছিল, সেসব তথ্য দিতে হবে। রাজ্য সরকার হোক বা মামলাকারী, যে কেউ সেই তথ্য দিতে পারেন। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি।