কলকাতা : মহানগরীর উপকন্ঠে গড়িয়ার আদর্শ নগরে রহস্যমৃত্যু হল দম্পতির। মৃতদের নাম – তরুণ দাস (৪৫) ও আশা দাস (৩৫)। তাঁরা গত ছয় মাস ধরে গুরুপদ মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ জানিয়েছে, আশা দেবীর গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট। পাশেই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তরুণবাবুর মৃতদেহ।
বুধবার রাতে আদর্শনগরের ওই বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধার হয়। ৪৫ বছর বয়সি তরুণ দাস এবং তাঁর স্ত্রী, ৩৫ বছর বয়সি আশা দাস সেখানে ভাড়া থাকতেন। গতকাল বাড়ির এক সদস্যই দু’জনের দেহ দেখতে পান। জানা গিয়েছে, ডাকাডাকি করে সাড়া না মেলায় ঘরে উঁকি দিতে যান তিনি। তখনই ঘরের মধ্যে একজনকে ঝুলতে দেখেন। এর পর চিৎকার-চেঁচামেচি শুরু করেন তিনি। এর পর আশেপাশের মানুষজন ছুটে আসেন।
স্থানীয়রাই দরজা ভেঙে ওই দম্পতির ঘরে ঢোকেন। সেখানে দেখা যায়, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে তরুণের দেহ। স্ত্রী আশার দেহ পড়ে রয়েছে বিছানার উপর। আশার গলায় দাগ ছিল। শরীরে রক্তের দাগ ছিল তাঁর। সেই অবস্থায় নরেন্দ্রপুর থানায় খবর দেওয়া হয়। থানা থেকে পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়ে থাকতে পারেন স্বামী।