কলকাতা : বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়ের ছেলে কুণাল বন্দ্যোপাধ্যায়কে। রবীন্দ্র সরোবর থানার পুলিশ তাঁকে বুধবার সকালে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বিবেকানন্দ পার্কের কাছে একটি বেপরোয়া গতির গাড়ি ৭০ বছরের এক বৃদ্ধাকে ধাক্কা মারে। ওই বৃদ্ধা গুরুতর আহত হন এবং তাঁকে তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। প্রাথমিক তদন্তে জানা যায়, গাড়িটি কাউন্সিলরের ছেলের নামে নিবন্ধিত। ঘটনার সময় তিনিই গাড়ি চালাচ্ছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর ধারায় মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ওই এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ঘটনা ঘটে। পুলিশের তরফে জানানো হয়েছে, দোষী প্রমাণিত হলে কড়া শাস্তি দেওয়া হবে। কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়ের ছেলে কুণাল বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার পর আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় কলকাতার রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রভাবশালী পরিবারের সন্তানদের আইনের হাত থেকে ছাড় পাওয়া উচিত নয়।