দুর্নীতিবাজদের ছাড়া হবে না, আমোদপুরের জনসভায় গ্যারান্টি মোদির

মিলন গোস্বামী, বীরভূম

এটাই সঠিক সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ২০০৪ সালে ও কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকার সুযোগ পেয়েছিল কিন্তু তারা তাদের ১০ বছরের রাজত্বকালে হাজার হাজার কোটি টাকার শুধু দুর্নীতি করেছে দাবি করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বলেন বাংলায় তৃণমূল সরকার ও তৃণমূল নেতৃত্বরা সব ক্ষেত্রেই দুর্নীতির রেকর্ড গড়ে ফেলেছেন এবং এমন দুর্নীত করেছেন যেটা সাধারণ মানুষ ভাবতেও পারবেন না । এত টাকা তারা চুরি করেছেন নোটের মেশিনেও গুনা অসম্ভব হয়ে পড়েছিল।

রেশন দুর্নীতি, টুজি কেলেঙ্কারি হেলিকপ্টার কেনাবেচায় দুর্নীতি, কয়লা দুর্নীতি সহ নানা দুর্নীতির টাকার অঙ্ক হাজার হাজার কোটি কোটি ছাড়িয়ে গিয়েছে। মোদির দাবি এই সমস্ত নেতারা সাধারণ মানুষকে সবদিক দিয়েই লুট করেছেন। এরপর তিনি বাংলায় শিক্ষক দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে বলেন এই ঘটনা তৃণমূলের নেতাদের চরিত্র বুঝিয়ে দিয়েছে। এরপর তিনি কাশ্মীরের একটি উদাহরণ টেনে বলেন কাশ্মীরের নেতাদের তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে ডেকে পাঠিয়ে স্কুল জ্বালানোর বন্ধের আবেদন জানিয়েছিলেন। কারণ তিনি তাদের বুঝিয়েছিলেন আতঙ্কবাদীরা সন্ত্রাসবাদীরা শুধুমাত্র স্কুল জ্বালাচ্ছে না তারা তাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে এবং আমোদপুরের জনসভায় তিনি গর্ব করে বলেন এখন আর কাশ্মীরে স্কুল জ্বালিয়ে দেওয়া হয় না বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত, স্কুল সুরক্ষিত । এরপরই তৃণমূলকে আক্রমণ করে বলেন বাংলায় তৃণমূল শিক্ষকদের নিয়োগে দুর্নীতি করে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে ,তিনি বলেন ২৫ হাজার শিক্ষককে আদালত তো ঘর পাঠিয়ে দিয়েছেন শিক্ষকদের ভবিষ্যৎ তো গেলই আপনাদের বাচ্চাদের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে চিন্তা থেকে গেল এরপর সাধারণ মানুষের দিকে তার প্রশ্ন যারা আপনাদের বাচ্চাদের জীবন নিয়ে ছেলে খেলা করে এরকম তৃণমূল নেতৃত্বে আপনারা ক্ষমা করবেন? তাদের সাজা দেবেন ? প্রশ্ন করে তাঁর উত্তর এবার ভোটে পদ্ম চিহ্নে ভোট দিয়ে তৃণমূলকে সাজা দিন l

তৃণমূল দুর্নীতির দোকান খুলে বসে আছে ,তৃণমূল নেতাদের হাতে যে পয়সা তা সাধারণ মানুষের ।তৃণমূল টাকা নিয়ে শিক্ষক নিয়োগের দুর্নীতি করেছে এর জন্য সাজা দেওয়া প্রয়োজন আর মোদি এই সাজা দেবে । আমোদপুরের জনসভায় বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা এবং বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে এসে এভাবেই শিক্ষক নিয়োগ কাণ্ডে তৃণমূলকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা মঞ্চে লক্ষাধিক মানুষের জনসমাগম দেখে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় জানতে চান ‘রাঙামাটির মানুষ সবাই ভালো আছেন তো’। মোদির বাংলায় উচ্চারণ শুনে উপস্থিত সকলে হাততালি দিয়ে স্বাগত জানান মোদিকে এরপর বীরভূমের পঞ্চ সত্যিই পিঠের দেবীদের প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে মোদি বলেন বিশ্ব শান্তির জন্য রবীন্দ্রনাথ চেষ্টা চালিয়েছেন বিশ্বভারতীর আচার্য হিসেবে তিনি বোলপুর এসেছেন আর এখানে তিনি এসেছেন আশীর্বাদ চাইতে যাতে করে অনেক কাজ যাতে তিনি করতে পারেন তিনি আবার বাংলায় বলে ওঠেন ‘এটা তো শুধু ট্রেলার এখন তো অনেক কিছু করার বাকি’।

মোদি বলেন লিগাল সেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করার জন্য বাংলার নেতৃবৃন্দকে বলেছি। যে সমস্ত শিক্ষকরা যোগ্য এবং চাকরি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায়তা করতে হবে এরপর তৃণমূলের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি যারা বাংলার যুবকদের কাঁদায় তাদের মোদি ক্ষমা করবে না তার সংযোজন যারা লুট করেছে তাদের মোদি ছাড়বে না। এটা মোদির গ্যারান্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + three =