বেলেঘাটা আইডিতে করোনা রোগী বাড়ছে, জন সচেতনতা জরুরি বলছেন চিকিৎসকরা

কলকাতা: গত মাসের শুরুতেও বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা রোগী ছিলেন না একজনও। কিন্তু করোনার (Covid 19) গ্রাফ আচমকাই ঊর্ধ্বমুখী। ফের বাড়ছে সংক্রমণও। রোগীও বাড়তে শুরু করেছে। বেলেঘাটা আইডি (Beleghata ID Hospital) হাসপাতালের দুটি কোভিড ওয়ার্ডে। সোমবার দুপুর পর্যন্ত রোগীর সংখ্যা ছিল ১৭ জন। যার মধ্যে দু’একজন বাদে বেশিরভাগ রোগীকেই অক্সিজেন দিতে হচ্ছে। সিসিইউতেও রয়েছেন কয়েকজন।

গত চার মাস ব্যস্ততা প্রায় ছিলই না বেলেঘাটা আইডির করোনা ওয়ার্ডে। কিন্তু দু’একসপ্তাহে ফের বাড়ছে উদ্বেগ। অসুস্থ করোনা পজিটিভ রোগী আসতে শুরু করেছে। চিকিৎসকরা জানালেন, গুরুতর অসুস্থ রোগীদেরই আনা হচ্ছে। তবে এখন উপসর্গহীন রোগীর সংখ্যাই বেশি। কয়েকদিন আগেই বেলেঘাটা আইডিতে ৩৫ বছরের এক রোগী করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন। পরে মারা যান।

হাসপাতালের অতিরিক্ত সুপার অনির্বাণ হাজরা জানালেন, ‘ফের কোভিডবিধিতে জোর দেওয়া উচিত। কারণ চতুর্থ ঢেউ শুরু হয়ে যেতে পারে। উপসর্গহীন রোগী বাড়ার কারণ হিসেবে তাঁর বক্তব্য,  ‘অল্পবয়সীদের মধ্যে সচেতনতা ফিরিয়ে আনতে হবে। অনেকের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেকারণেই সংক্রমিত হলেও টের পাচ্ছেন না তাঁরা। ফলে বহু মানুষ সংক্রমিত হচ্ছেন।’

করোনা আক্রান্ত এক বৃদ্ধাকে মঙ্গলবার নিয়ে আসা হয়েছে বেলেঘাটা আইডিতে। অ্যাম্বুল্যান্সের চালক কার্তিক মালি ও তাঁর সহকারীর পরনে পিপিই। কার্তিক বললেন, চার মাস পর ফের পিপিই পরতে হচ্ছে। কয়েকমাস পরিস্থিতি ভাল ছিল।ফের করোনার দাপট বেড়েছে।’

বৃদ্ধার ছেলে জানালেন,  কয়েকদিন ধরেই গলা ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তাঁর মা। সেখানে ডাক্তার দেখানোর পর করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে। তারপর এখানে নিয়ে আসা হয়।

বেলেঘাটা আইডি-র চিকিৎসকদের কথায়, যতদিন যাবে করোনার ঢেউয়ের ক্ষমতা কমবে। কিন্তু সচেতনতা বাড়াতে হবে। তাই কোভিডিবিধি মেনে চলতে হবে সকলকেই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 5 =