করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, ভর্তি হাসপাতালে

কলকাতা: আবার করোনা আক্রান্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। তাঁকে মঙ্গলবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁর অবস্থা অবশ্য স্থিতিশীল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

কয়েকদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা ছিল সৌরভের মায়ের। পাশাপাশি ডায়াবেটিসও থাকায়, তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে।গতবছরও সৌরভের মা করোনা আক্রান্ত হয়েছিলেন। সেইসময় অক্সিজেন স্তর অনেক কমে গিয়েছিল।

সোমবারই লন্ডন থেকে কলকাতায় ফিরেছেন সৌরভ। তিনি নিজেই হাসপাতালে গিয়ে মায়ের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =