হাসপাতালে ভর্তি করা হল করোনা আক্রান্ত সোনিয়া গান্ধিকে

করোনা আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) হাসপাতালে ভর্তি করতে হল । গত ২ জুন সোনিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তারপর থেকেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। রবিবার তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে (Ganga Ram Hospital) ভর্তি করা হয়েছে। টুইটে একথা জানিয়েছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

সুরজেওয়ালা (Randeep Singh Surjewala) টুইট করে জানিয়েছেন, ‘করোনা সংক্রান্ত সমস্যা নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে হাসপাতালে রাখা হচ্ছে পর্যবেক্ষণের জন্য। যারা ওঁর সুস্বাস্থ্য কামনা করেছেন, তাঁদের সকলকে আমরা ধন্যবাদ জানাই।’

সোনিয়া হাসপাতালে ভর্তি হওয়ায় আগামী দিনে তাঁর বিভিন্ন কর্মসূচির কী হবে সেটা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। আগামী ১৫ জুন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠক হওয়ার কথা। তাতে সোনিয়া আদৌ অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেল। তাছাড়া আগামী ২৩ জুন ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় ইডি দপ্তরেও হাজিরা দেওয়ার কথা সোনিয়ার। সেখানেও তিনি হাজিরা দিতে পারবেন কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 3 =