মরশুমের শীতল দিন কাটালেন কলকাতাবাসী। ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি পারদ পতন এক রাতেই। আবহাওযা দপ্তর সূত্রে খবর দিন ও রাত দুটো তাপমাত্রাই স্বাভাবিকের নিচে। এদিকে দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে বলেও জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে রাজ্যে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয় দপ্তর।
শনিবার সকাল থেকেই কলকাাতায় দেখা মিলছে পরিষ্কার আকাশের। সঙ্গে বইছে উত্তুরে হাওয়া। শনিবার সকালে তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এই তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস । শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিযাস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করেছে ৩৭ থেকে ৯৬ শতাংশের মধ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ,তিনদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তারপর ধীরে ধীরে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে শীতের আমেজ বজায় থাকবে। দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের নিচে থাকায় শীতের অনুভূতি ভালই অনুভব করবেন কলকাতাবাসী সহ রাজ্যবাসী। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের ওপর দিয়ে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা বইবে তাই কিছু জলীয় বাষ্প থেকে কুয়াশা হতে পারে।