কোচবিহার : বুধবার দুপুরের পর স্বাভাবিক হয় উত্তর-পূর্ব ভারতের রেল পরিষেবা। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের আন্দোলনের জেরে মঙ্গলবার রাত থেকে প্রভাবিত হয় পরিষেবা।
পৃথক রাজ্যের দাবিতে জোড়াইয়ে চলছিল এই অবরোধ। সূত্রের খবর, পাঁচ ঘন্টা বাদে অবরোধ তুললেও ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও কিছুটা সময় চলে যায়। অবরোধ প্রত্যাহারের আগে বিক্ষোভকারীদের দাবি বিবেচনা করার আশ্বাস দেন রেল আধিকারিকরা।
অবরোধের জেরে চারটি ট্রেন বাতিল করে উত্তর পূর্ব সীমান্ত রেল। ঘুর পথে চালানো হয় আরও চারটি ট্রেন। সব মিলিয়ে প্রবল ভোগান্তির শিকার হন যাত্রীরা। তাঁদের কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়।
বাতিল হয় নিউ জলপাইগুড়ি-গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস, বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ইত্যাদি। ঘুরপথে যাত্রা করে ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দবিহার অরুণাচল এক্সপ্রেস, নিউ দিল্লি এক্সপ্রেস এবং কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেস। স্বাভাবিক ভাবে অসুবিধার সম্মুখীন হন প্রচুর যাত্রী।