নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: মণিপুরের ঘটনায় অশান্তি নিয়ন্ত্রণে বিজেপি শাসিত সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি তুলে সেখানে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে পথে নামলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। বুধবার বিকেলে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে প্ল্যাকার্ড, পোস্টার হাতে নিয়ে মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান বিক্ষোভে বসেন কাঁকসা ব্লক কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এদিন কাঁকসা ব্লক কংগ্রেসের কর্মী সমর্থকরা মণিপুর সরকারকে ধিক্কার জানাতে মৌন প্রতিবাদ জানিয়ে মিছিল করে এসে চৌমাথা মোড়ে অবস্থান বিক্ষোভে বসেন। এদিন এই কর্মসূচিতে যোগ দেন কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি পুরব ব¨্যােপাধ্যায়, কংগ্রেস নেতা ধর্মেন্দ্র শর্মা, ব্লকের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ, মহিলা নেত্রী সুলতানা বিবি শেখ, ইন্দর কুমার মেহেরা, কাজি হেদায়েতুল্লা বারি, ত্রিলোকচন্দ্রপুর অঞ্চলের সভাপতি সফিকুল রহমান সহ অন্যান্যরা।
ব্লকের সভাপতি পুরব ব¨্যােপাধ্যায় বলেন, ‘মণিপুরে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। সারা দেশজুড়ে মানুষ প্রতিবাদ জানিয়েছে।’ কিন্তু বিজেপি শাসিত মণিপুরের সরকার তাদের রাজ্যে অশান্তি রুখতে ব্যর্থ। তাই দ্রুত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানিয়েছেন তিনি।