ঘোড়া কেনা-বেচা রুখতে কংগ্রেস জয়ী বিধায়কদের সরানো হচ্ছে রাজস্থানে

নয়া দিল্লি: হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপিআর কংগ্রেসের  মধ্যে। কখনও এগিয়ে যাচ্ছে বিজেপি, আবার কখনও এগিয়ে থাকছে কংগ্রেস। এখনও অবধি খাতা খুলতে পারেনি আম আদমি পার্টি। হিমাচল প্রদেশে কে সরকার গঠন করবে, তা এখনও নিশ্চিত নন কেউই।  এদিকে এরমধ্যেই বিধায়ক কেনবেচার আশঙ্কা করছে কংগ্রেস। সূত্রের খবর, হিমাচল প্রদেশে সামান্য মার্জিনে যদি কংগ্রেস জয়ী হয়, তবে বিদায়ী শাসক দল বিজেপি ‘অপারেশন লোটাস’ চালাতে পারে। জয়ী কংগ্রেস বিধায়কদের কিনে নিতে পারে বিজেপি। আর এই এই আশঙ্কাতেই ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে কংগ্রেসের জয়ী বিধায়কদের, এমনটাই  কংগ্রেস সূত্রে খবর। সম্ভবত তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হবে  রাজস্থানে।  শেষ খবর পাওয়া পর্যন্ত, হিমাচল প্রদেশের ৬৮টি আসনের মধ্যে বর্তমানে ৩৮টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপিও। বর্তমানে তারা ২৭টি আসনে এগিয়ে রয়েছে, একটি আসনে জয়ী ঘোষণা করা হয়েছে শাসক দলের প্রার্থীকে। ৩টি আসনে এগিয়ে রয়েছে নির্দল প্রার্থীরা।

এম এক অবস্থায় বহুবারই বিধায়ক কেনা-বেচা করতে দেখা গেছে বিজেপি নেতৃত্বকে। আর বিধানসভা নির্বাচনে কংগ্রেস যদি জয়ী হয় তবেও খুব বেশি ব্যবধান থাকবে না। ফলে বিজেপি কংগ্রেসের বিধায়কদের কিনে নিতে পারে। আর তাতেই কপালে ভাঁজ কংগ্রেস বাই কমান্ডের। কংগ্রেস শিবির সূত্রে খবর, হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হলেই জয়ী বিধায়কদের কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থানে বাসে নিয়ে যাওয়া হবে বৃহস্পতিবার রাতের মধ্যেই। গোটা কর্মকাণ্ডের দায়িত্বে রয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।  ভূপেশ ভাঘেল জানান, ‘ভোট গণনা এখনও চলছে। তবে আমরা সরকার গড়া নিয়ে আশাবাদী।’ পাশাপাশি বিধায়ক কেনাবেচার সম্ভাবনা নিয়ে ভূপেশ বাঘেল জানান, ‘আমাদের এখানে কংগ্রেসের জয়ী বিধায়কদের আনা হবে না। তবে নিজেদের বন্ধুর খেয়াল তো রাখতেই হবে, কারণ বিজেপি সবকিছু করতে পারে এবং যে কোনও সীমায় পৌঁছে যেতে পারে।’ এদিকে হিমাচল প্রদেশের কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং জানান, ‘আমরা গণতন্ত্র রক্ষা করতে সব কিছু করতে তৈরি। কারণ বিজেপিও সবকিছু করতে পারে। আমি আত্মবিশ্বাসী যে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আমরা সরকার গড়ব ও ৫ বছরের জন্য সরকার চালাব।’ প্রসঙ্গত এই প্রতিভা বীরভদ্র সিং অন্যতম মুখ্যমন্ত্রীর মুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =