ওয়ার্ধা : ফের একবার কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মহারাষ্ট্রের ওয়ার্ধায় জাতীয় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেস মানেই মিথ্যা, প্রতারণা ও অসততা। তাঁরা তেলেঙ্গানার কৃষকদের ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনও কৃষকরা নিজেদের ঋণ মকুবের জন্য ঘুরে বেড়াচ্ছে।
এখন আর সেই পুরনো কংগ্রেস নেই। এখনকার কংগ্রেসে দেশপ্রেমের চেতনা মরে গেছে। এখনকার কংগ্রেসে ঢুকে পড়েছে বিদ্বেষের ভূত। দেখুন বিদেশের মাটিতে কংগ্রেসের লোকজনের ভাষা, তাদের দেশবিরোধী এজেন্ডা, সমাজ ভাঙার কথা বলছে, দেশের সংস্কৃতিকে অপমান করছে, এই সেই কংগ্রেস যা চালাচ্ছে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ ও ‘শহুরে নকশালরা’। এখন যদি দেশে সবচেয়ে অসৎ ও দুর্নীতিগ্রস্ত দল থেকে থাকে, তবে সেই দলটি হল কংগ্রেস পার্টি। দেশে যদি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত কোনও পরিবার থেকে থাকে, তা হল কংগ্রেসের শাহী পরিবার।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস এবং তাঁদের বন্ধুরা ইচ্ছাকৃতভাবে এসসি, এসটি এবং ওবিসি জনগণকে এগিয়ে যেতে দেয়নি। আমরা সরকারি ব্যবস্থা থেকে কংগ্রেসের এই দলিত-বিরোধী ও পিছিয়ে পড়া বিরোধী চিন্তাভাবনা দূর করেছি। গত এক বছরের পরিসংখ্যান দেখায় যে এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়গুলি বিশ্বকর্মা যোজনার সুবিধা নিচ্ছে।”