কংগ্রেসের সভাপতি নির্বাচন ১৭ অক্টোবর

অবশেষে কংগ্রেসের তরফে দলের সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, অক্টোবর মাসেই সভাপতি নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে কংগ্রেসের অন্দরে। ১৭ অক্টোবর হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। আর ১৯ অক্টোবর হবে ফলাফল ঘোষণা। তারপরই জানা যাবে দলের রাশ পরবর্তীতে কার হাতে থাকবে। রাহুল গান্ধি সভাপতি পদ ছেড়ে দেওয়ার পর আপাতত অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তাঁর মা সোনিয়া গান্ধি।

শোনা গিয়েছিল, দিওয়ালির আগে অর্থাৎ ২৪ অক্টোবরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে। শেষ পর্যন্ত তাই হল। জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ২৪ সেপ্টেম্বর। শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। আর ১৭ অক্টোবরই ভোটাভুটি হবে কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচনের। এদিকে রবিবার বৈঠকে বসে কংগ্রেসের কর্ম সমিতি। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির নেতত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচনের দিনক্ষণে সিলমোহর দেওয়া হয়েছে। যদিও ভিডিয়ো কলের মাধ্যমে এই বৈঠকে যোগ দিয়েছিলেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি। বৈঠক শেষে নির্বাচনের দিনক্ষণ সাংবাদিক সম্মেলন করে জানালেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল।

প্রসঙ্গত, কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে বেশ কয়েকদিন ধরেই তরজা চালু ছিল দিল্লির রাজনৈতিক মহলে। প্রথমে সেপ্টেম্বরেই কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল ২০ সেপ্টেম্বর থেকেই। তবে মাঝে চিকিৎসার কারণে সোনিয়া গান্ধির বিদেশ সফর ঘিরে এই নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + seven =