১৩২ আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি ৬৭

১৩২ আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি ৬৭

Congress lead by 132 seats in Karnataka

১২৮ আসে এগিয়ে কংগ্রেস। বিজপির ঝুলিতে ৬৭। তবে সকাল থেকে পোস্টাল ব্যালট যতক্ষণ গোনার কাজ চলেছে ততক্ষণ সামান্য ব্যবধানে হলেও এগিয়ে থাকতে দেখা যাচ্ছিল বিজেপিকেই। এরপর ইভিএম খোলা হতেই এক্কেবারে ছবিটা গেল বদলে।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, চতুর্থবারের জন্য জয়ী হয়েছেন বাসবরাজ বোম্বাই। চিকমাগালুর আসন থেকে পিছিয়ে রয়েছেন বিজেপিরজাতীয় সাধারণ সম্পাদক সি টি রবি। ৮৯৪ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি। নির্বাচন কমিশনের প্রাথমিক ট্রেন্ড বলছে কংগ্রেসের ঝুলিতে এখনও পর্যন্ত এসেছে ৪২.৯৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে এখনও পর্যন্ত ৩৬.১৭ শতাংশ ভোট। জেডিএস পেয়ে ১২.৯৭ শতাংশ ভোট।

প্রার্থী দল এগিয়ে/পিছিয়ে

বাসবরাজ বোম্মাই বিজেপি জয়ী

ডিকে শিবকুমার কংগ্রেস জয়ী

সিদ্দারামাইয়া কংগ্রেস জয়ী

এইচডি দেবেগৌড়া জেডিএস এগিয়ে

এইচডি কুমারস্বামী জেডিএস এগিয়ে

বি শিবান্না কংগ্রেস জয়ী

জি সুভাষ বিজেপি জয়ী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eighteen =