নয়াদিল্লি : ফের কংগ্রেসের সমালোচনায় সরব বিজেপি। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ শনিবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, কংগ্রেস সাংবিধানিক মর্যাদার সমস্ত সীমা অতিক্রম করছে।
এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, রাহুল গান্ধী সবসময় সংবিধান নিয়ে কথা বলেন, সংবিধানের অধীনে ধর্ম ভিত্তিক সংরক্ষণ অনুমোদিত নয়।
রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, “কীভাবে মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে জমিয়ত উলেমা-ই-হিন্দকে বলছেন, আমরা মুসলমানদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের দাবি বিবেচনা করব।
শুধুমাত্র ভোটের জন্য আপনি আর কতবার দেশ ভাঙবেন? বিজেপি এবং এনডিএ-কে পরাজিত করতে, ভোট পেতে কংগ্রেস দল সাংবিধানিক বৈধতা এবং রাজনৈতিক নৈতিকতার সমস্ত সীমা অতিক্রম করছে।”