কংগ্রেসকে ১৭০০ কোটি টাকা জরিমানা আয়কর দপ্তরের

কংগ্রেসকে ১৭০০ কোটি টাকা জরিমানা আয়কর দপ্তরের। বৃহস্পতিবারই দিল্লি হাইকোর্ট কংগ্রেসের চারটি পিটিশন খারিজ করে দেয়। ২০১৭ থেকে ২০২১, চারটি অর্থবর্ষে কংগ্রেসের আয়কর রিটার্নের হিসাব পুনঃমূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে আয়কর বিভাগ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল কংগ্রেস। কিন্তু তা খারিজ করে দেওয়া হয়।  স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে আয়কর দপ্তরের এই নোটিসে বড় চাপে পড়লেন রাহুল-খাড়গেরা। উল্লেখ্য, আয়কর নিয়ে অনিয়মের অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি কংগ্রেসের প্রধান ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আয়কর বিভাগ।

নোটিসে উল্লেখ করা হয়েছে, ২০১৭-১৮ থেকে ২০২০-২১, এই চার অর্থবর্ষে কংগ্রেসের আয়কর রিটার্নের হিসেব ধরে এই নোটিস দেওয়া হয়েছে। এতে জরিমানা ও সুদ সবই ধরা হয়েছে। শুক্রবার এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন সাংবাদিক বৈঠকে বলেন, ‘বিজেপি আয়কর আইনের গুরুতর লঙ্ঘন করেছে। ওদের কাছে ৪৬০০ কোটি টাকা জরিমানা চেয়ে আয়কর নোটিস পাঠানো উচিত।’

অজয়ের পাশাপাশি শুক্রবার সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ। তিনি জানান, তাঁদের কাছে ১৮২৩ কোটি ৮ লক্ষ টাকা চেয়ে নোটিস পাঠানো হয়েছে আয়কর দপ্তরের তরফে। রমেশ বলেন, ‘লোকসভা ভোটের আগে বিজেপি ‘কর সন্ত্রাস’ শুরু করেছে। ওরা বিরোধীদের আর্থিক ভাবে পঙ্গু করে দিতে চাইছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 4 =