কলকাতা : লজ্জাজনক ঘটনা নিঃসন্দেহে। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল সেখানে যাচ্ছেন।
জয়নগর – কুলতলিতে বালিকা নিগ্রহের পর যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আতঙ্কের পরিবেশ খতিয়ে দেখতেই সেখানে যাচ্ছে কংগ্রেস। জেলা পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তার খবর ছড়িয়েছে সর্বত্র। এর পরিপ্রেক্ষিতে ফের কংগ্রেসের এক প্রতিনিধি দল সেখানে যাচ্ছেন।
এলাকার বর্তমান পরিস্থিতি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলে ভয়ের বাতাবরণ কাটিয়ে তোলার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এই বক্তব্য কংগ্রেস নেতৃত্বের। সে কারণেই বুধবার সেখানে যাচ্ছেন অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে কং প্রতিনিধি দল। সংশ্লিষ্ট স্কুল পড়ুয়ার বাড়ি গিয়ে মা ও বাবা’কে সাহায্য এবং পরামর্শদান প্রধান লক্ষ্য। দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কংগ্রেস সভাপতি জয়ন্ত দাস ও তার সহযোগীরা ওই প্রতিনিধি দলে যোগদান করবেন।
প্রদেশ কং এর রাজ্য নেতারাও সামিল হবেন। এআইসিসির সদস্য তথা প্রাক্তন সাংসদ শ্রী চৌধুরী এক বিবৃতিতে জানান, বর্তমান সরকারের কাছে এই ঘটনা অবশ্যই লজ্জাজনক।