নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: শহর বর্ধমানের ১৪ নম্বর ওয়ার্ডের বড়নীলপুর মোড় ছোট বালিডাঙা এলাকায় স্থানীয় বাসিন্দা সুদীপ্ত কুমার রায় নামে এক ব্যক্তি পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ করছেন বলে অভিযোগ করা হয় বর্ধমান পুরসভায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় বর্ধমান পুরসভা। শুক্রবার সেই পুকুর পরিদর্শনে যান বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ অন্যান্য আধিকারিক বৃন্দরা।
বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের দাবি, ‘আমাদের কাছে অভিযোগ জমা পড়ে এই সুদীপ্ত রায় লোকটি পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ করছেন। তারপরই আমরা আজ পরিদর্শন এসেছিলাম। আমরা চেয়েছিলাম তাঁর সঙ্গে বসে কথা বলব। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখাই করেননি। তিনি যে অন্যায় ভাবে কাজটি করছেন সেটি এখন পরিষ্কার। পুরসভার পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অন্যদিকে যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই সুদীপ্ত কুমার রায়ের দাবি, এখানে যে কটা বাড়ি হচ্ছে সবকটাই পুকুরের আওতায়। তৎকালীন পুরসভার চেয়ারম্যান সুরেন মণ্ডল আমাদের পারমিশন দিয়েছিলেন বাড়ি করার জন্য। পুকুর ভরাট করা হয়নি এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমার কাছে সমস্ত কাগজপত্র রয়েছে।’