নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: গোরুতে ধান খাওয়া নিয়ে বচসার জেরে এক ব্যাক্তির পেটে কাঁচি চালিয়ে খুনের অভিযোগে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কোতুলপুর থানার মীর্জাপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর গ্রামে। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে। এদিকে এই ঘটনায় গ্রামে ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কোতুলপুর থানার মীর্জাপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর গ্রামে নিজের গরু চরাচ্ছিল স্থানীয় যুবক গৌতম দিগর। গরু চরানোর সময় গরুগুলি স্থানীয় বিকাশ খাঁর ধানের জমিতে নেমে ধান খেতে শুরু করে। বিষয়টি নিয়ে গৌতম দিগরকে অভিযোগ জানাতে গেলে গৌতম দিগরের সাথে বচসা বাধে ওই গ্রামেরই বাসিন্দা বিজলা দিগর নামের এক মহিলার। বচসা চলাকালীন আচমকাই গৌতম ওই মহিলার উপর আক্রমণ চালিয়ে মারধর করে বলে অভিযোগ। বিষয়টি দেখে ঘটনাস্থলে ছুটে যান বিজলা দিগরের জামাই বিকাশ খাঁ। অভিযোগ বিকাশ ঘটনাস্থলে গেলে তাঁর সাথেও গৌতমের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেই সময়ই গৌতম সঙ্গে থাকা কাঁচি দিয়ে বিকাশের পেটে একাধিকবার আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিকাশ খাঁ। প্রাথমিক ভাবে তাঁকে উদ্ধার করে গোগড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রথমে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। চিকিৎসারত অবস্থায় সেখানেই মৃত্যু হয় বিকাশ খাঁর। বিকাশ খাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ অভিযুক্ত যুবক গৌতম দিগরকে আটক করার পাশাপাশি গ্রামের পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । অভিযুক্ত যুবক কাঁচি দিয়ে আঘাত করার কথা স্বীকার করে নিয়েছে। এই ঘটনার পিছনে শুধুমাত্র গরুতে ধান খাওয়ার অভিযোগ রয়েছে নাকি এই ঘটনা পুরানো কোনো শত্রুতার জের তা খতিয়ে দেখছে পুলিশ।