ঘোড়ার স্বাস্থ্যে নজরদারিতে হাই কোর্টের নির্দেশে কমিটি

কলকাতা: এখনও কলকাতার ময়দানে দেখা মেলে ঘোড়ার। এই ঘোড়াদের ‘স্বাস্থ্য’ রিপোর্ট এবার তলব করল হাইকোর্টে। তাদের স্বাস্থ্যেব নজরদারি ও দেখভালের জন্য ৪ সদস্যের কমিটি গড়ল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটিতে থাকবে রাজ্যের প্রাণিসম্পদ ও বিকাশ দপ্তরের অধিকর্তা, কেন্দ্রের অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড সদস্য ,স্বেচ্ছাসেবী সংগঠনের একজন প্রতিনিধি ও জনস্বার্থ মামলাকারীর প্রতিনিধি। এই চার সদস্যদের নিয়ে গঠিত কমিটি রিপোর্ট দেবে হাই কোর্টে। ১৯ সেপ্টেম্বর প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সোমবার হাহ zকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আপাতত এই কমিটি ছয় মাসের জন্য কাজ করবে। এ ছাড়া রাজ্যকে আদালত নির্দেশ দিয়েছে, ময়দান এলাকার ঘোড়াদের দেখভাল ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চার মাসের মধ্যে নতুন নির্দেশিকা জারি করতে হবে। আগামী ১৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =