বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম, স্থিতিশীল গৃহস্থের সিলিন্ডারের দর

নয়াদিল্লি : ডিসেম্বর মাস শুরু হতে না হতেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আরও একবার বাড়লো। ১ ডিসেম্বর থেকে তেল কোম্পানিগুলি ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬.৫০ টাকা বাড়িয়েছে।

জানা গেছে, দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এখন ১৮১৮.৫০ টাকা হয়েছে। এই নিয়ে টানা পাঁচ মাসে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হল।

তবে এটা স্বস্তির বিষয় যে, গার্হস্থ্য গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ১০০ টাকা কমানো হয়েছিল। এরপর থেকে এর দাম স্থিতিশীলই রয়েছে। কলকাতায় এর দাম ৮২৯ টাকা, রাজধানী দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইয়ে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮১৮.৫০ টাকা। আর উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকরা এই সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + fifteen =