উরুগুয়েকে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া। ম্যাচের ফল ১–০। আগামী সোমবার সকালে কোপা ফাইনালে কলম্বিয়ার সামনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যারা ২–০ গোলে কানাডাকে হারিয়ে ফাইনালে উঠে বসে আছে।
বৃহস্পতিবার খেলার শুরুতেই এগিয়ে যায় কলম্বিয়া। গোল করেন জেফারসন লারমা। তাঁকে গোলের পাস বাড়ান জেমস রদ্রিগেজ। কর্নার থেকে বল তোলেন রদ্রিগেজ। সেই বলে হেডে গোল করেন লারমা। সেই গোল আর শোধ করতে পারেনি উরুগুয়ে। উরুগুয়ে শেষ বার কোপা জিতেছিল ২০১১ সালে। সেই বছর ফাইনালে গোল করেছিলেন লুইস সুয়ারেজ। কলম্বিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার ৬৬ মিনিটের তাঁকে নামানো হলেও গোল আসেনি। এদিকে, গোটা দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলতে হয়েছে কলম্বিয়াকে। প্রথমার্ধের একদম শেষ দিকে লাল কার্ড দেখেন কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ। কিন্তু ১০ জনের কলম্বিয়াকে পেয়েও গোল শোধ করতে পারেনি উরুগুয়ে। এদিকে, এদিন ম্যাচ শেষে কলম্বিয়ার সমর্থকেরা টুপি, ক্যান ছুড়তে শুরু করেন উরুগুয়ের ফুটবলারদের উদ্দেশে। মাথা গরম করে ফেলেন উরুগুয়ের ফুটবলার ডারউইন নুনেজ। সোজা গ্যালারিতে উঠে যান। এক সমর্থককে ঘুষি মারেন। সেখান থেকে ঘটনার সূত্রপাত। ক্রমে তা বড় আকার নেয়। নুনেজের সঙ্গে গ্যালারিতে ওঠেন হোসে মারিয়া গিমিনেজ এবং রোনাল্ড আরাউজো। তাঁরা যদিও কোনও সমর্থকের গায়ে হাত তোলেননি। পুলিশ ফুটবলারদের গ্যালারি থেকে বার করে নিয়ে যায়। অভিযোগ, কলম্বিয়ার সমর্থকরা উরুগুয়ের ফুটবলারদের শুধু নয়, কটুক্তি করেন পরিবারের লোকজনকেও।