চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রবিবার। কিন্তু বিতর্ক এখনও থামছে না। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। আইসিসির এই ঘোষণার পরই ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছিল, পাকিস্তানে যাবে না ভারতীয় দল। নিরপেক্ষ ভেনুতে টুর্নামেন্ট করার প্রসঙ্গও ওঠে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের দেশেই টুর্নামেন্ট করতে মরিয়া ছিল। শেষ অবধি হাইব্রিড মডেল বেছে নেওয়া হয়। ভারতের সব ম্যাচই দুবাইয়ে। ফাইনালে ভারতীয় দল ওঠায় সেই ম্যাচও। একই ভেনুতে ভারত সব ম্যাচ খেলছে। আয়োজক পাকিস্তান গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছে। এরপরই সমালোচনা শুরু, দুবাইয়ে অ্যাডভান্টেজ পাচ্ছে ভারত। বারবার একই প্রশ্ন। এবার মেজাজ হারালেন ভারতের কোচও।
দুবাইয়ে খেললেও মন্থর পিচে চ্য়ালেঞ্জের সামনে পড়েছে ভারতীয় দল। তবে ভারতের ব্যাটাররা ধৈর্য ধরে পারফর্ম করেছেন। শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেলররা দুর্দান্ত ব্যাটিং করেছেন। রোহিত শুরুটা বিধ্বংসী করেছেন। তেমনই ভারতের বোলিং আক্রমণ, বিশেষ করে স্পিন বোলিং বিভাগ দুর্দান্ত পারফর্ম করেছে। প্রয়োজনের সময় জ্বলে উঠেছেন সামি, হার্দিকও। তারপরও অ্যাডভান্টেজ প্রশ্ন। ফাইনালের আগে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘জানি না, কারা আমাদের অ্যাডভান্টেজ পেতে দেখছে। এখানে কী অ্যাডভান্টেজ রয়েছে সেটাও বুঝতে পারছি না। কোন গ্রুপে কে খেলবে, সেটাও অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল। ভারত চার ম্যাচ জেতার পর হঠাৎ মনে হল অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে? এই প্রশ্নের কী জবাব দেওয়া উচিত সেটাই বুঝতে পারছি না। জিততে হলে ভালো খেলতে হবে। ভালো খেলতে না পারলে অভিযোগ করার কোনও মানে নেই। আমরা এখানে প্র্যাক্টিস করছি, ম্যাচ খেলছি। আমরা এসেছি বলে এখানকার পরিস্থিতি বদলে যায়নি।’