মোহনবাগানের ফুটবলার ছাড়াই দল নির্বাচন কোচ খালিদের

সোমবার বেঙ্গালুরুতে ভারতীয় দলের নয়া হেড কোচ খালিদ জামিল কাফা নেশনস কাপের জন্য দল ঘোষণা করলেন। ২৩ সদস্যের দলে কোনও মোহনবাগানের ফুটবলার নেই। মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট জাতীয় দলের শিবিরের জন্য কোনও খেলোয়াড়কে ছাড়েনি। ফলে মনবীর লিস্টনদের ছাড়াই দল ঘোষণা করলেন কোচ খালিদ।

জাতীয় শিবিরে ডাক পেয়েছিলেন মোহনবাগানের মোট সাতজন ফুটবলার। অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিংহ, সাহাল সামাদ এবং বিশাল কাইথ। এফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এর জন্য কোনও ফুটবলার ছাড়েনি মোহনবাগান। ফেডারেশন ও কোচ খালিদ মোহনবাগানের দাবিকে মেনে নিল। দীর্ঘদিন পর ভারতীয় দলে থাকবেন না কোনও মোহনবাগানের ফুটবলার। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর কাফা নেশনস কাপই প্রথম চ্যালেঞ্জ খালিদের। আগামী ২৯ অগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। এরপর আগামী ১ সেপ্টেম্বর গতবারের চ্যাম্পিয়ন ইরান ও ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।

নেশনস কাপে ২৩ সদস্যের ভারতীয় দল:

গোলকিপার— গুরপ্রীত সিংহ সান্ধু, অমরিন্দর সিংহ, হৃতিক তিওয়ারি।

ডিফেন্ডার— রাহুল ভেকে, নাওরেম রোশন সিংহ, আনোয়ার আলি, সন্দেশ জিঙ্ঘন, চিংলেনসানা সিংহ, মিংথানমাওয়াইয়া রালতে, মহম্মদ উবেইস।

মিডফিল্ডার— নিখিল প্রভু, সুরেশ সিংহ, দানিশ ফারুক, জিকসন সিংহ, বরিস সিংহ, আশিক কুরুনিয়ন, উদান্তা সিংহ, মহেশ নাওরেম সিংহ।

ফরোয়ার্ড— ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিংহ (জুনিয়র), জিতিন এমএস, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + four =