নতুন মরসুম শুরুর আগেই ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। নতুন কোন ভূমিকায় তাঁকে দেখা যাবে, এই নিয়ে অনুমানের কোনও অন্ত ছিল না। তবে এখনও অবধি যা পরিস্থিতি মহেন্দ্র সিং ধোনিকে প্লেয়ার হিসেবেই দেখা যাবে। ম্যাচে যাই হোক, সার্বিক ভাবে ধোনির যে বড় ভূমিকা থাকছে, তা পরিষ্কার করে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং।
চেন্নাই সুপার কিংসের প্রাক মরসুম প্রস্তুতি বহু আগেই শুরু হয়েছে। তরুণ ক্রিকেটারদের সঙ্গে যোগ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিও। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন। ফিটনেস ধরে রাখতে ধোনির কাছে প্রাক-মরসুম শিবির খুবই গুরুত্বপূর্ণ। আইপিএলের গত সংস্করণে হাঁটুর চোট নিয়েও খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচে পরিষ্কার ধারা পড়েছে তাঁর অস্বস্তি। চোট থাকলেও সব ম্যাচেই খেলেছেন। আইপিএল জিতেই হাঁটুর অস্ত্রোপচার করান।
চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং বলছেন, ‘অনেকেই সারা বছর ক্রিকেটের মধ্যে থাকে। কেউ কেউ প্রচুর খেলে। সে কারণেই আমাদের প্রাক মরসুম শিবির অন্যরকম হয়। আর এই শিবিরে ধোনির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ওর পর্যাপ্ত প্রস্তুতি প্রয়োজন। সকলের চেয়ে বেশি প্র্যাক্টিস করে। আর ওর প্র্যাক্টিস দেখে বাকিরা সমৃদ্ধ হয়।’
ধোনির প্র্যাক্টিস থেকে বাকিদের যে অনেক সুবিধা হয়, সেটাই খোলসা করলেন সিএসকে কোচ। ফ্লেমিংয়ের কথায়, ‘তরুণ ক্রিকেটাররা ওর থেকে অনেক কিছু শেখার সুযোগ পায়। সকলের মধ্যে বোঝাপড়াও তৈরি হয়ে যায়। ঘরোয়া ক্রিকেটারদের সবচেয়ে বড় লাভ, ধোনির থেকে শেখার সুযোগ পায়। এর চেয়েও বড় সুবিধা আর কী হতে পারে!’