ব়্যাগিং রুখতে এবার ২৪ ঘণ্টার জন্য নতুন হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও পড়ুয়া ব়্যাগিং-এর শিকার হলে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক ছিল মমতার। সেই বৈঠকের মধ্যেই ওই নম্বর চালু করা হয়। পুলিশের তরফ থেকে নম্বর প্রকাশ করা হয়েছে। নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮। ২২ অগাস্ট অর্থাৎ মঙ্গলবার থেকেই ২৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হল ওই নম্বর। পুলিশের তরফে জানানো হয়েছে, র্যাগিং-এর ঘটনা ঘটলে দিনের যে কোনও সময় ওই নম্বরে ফোন করা যাবে। ফোন পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। জেলায় জেলায় যে অ্যান্টি-র্যাগিং কমিটি আছে, তাদেরকে বিষয়টি জানানো হবে। সেখান থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হবে।