নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় জলপাইগুড়ির ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় গৃহহীনদের নতুন বাড়ি তৈরি করে দিতে পারছে না রাজ্য সরকার। কিন্তু কমিশনের ছাড়পত্র মেলায় ক্ষতিগ্রস্থ এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিপূরণ বিলি শুরু হল। বার্নিশ, ময়নাগুড়ি-সহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য। ইতিমধ্যেই জেলার ৬৩২টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ৪৪০ জনের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের তরফে ক্ষতিপূরণ বাবদ ২০ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, আদর্শ নির্বাচনী আচরণবিধির মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য অনুমতি চেয়ে এর আগে রাজ্যের তরফে নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দেওয়া হয়েছিল। এরপরেই কমিশন অল্প ক্ষতিগ্রস্থদের পাঁচ হাজার ও বেশি ক্ষতিগ্রস্তদের সর্বাধিক কুড়ি হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার জন্যে রাজ্য সরকারকে অনুমতি দিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।