২ দল পড়ুয়ার মধ্যে বচসা, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি

উত্তর ২৪ পরগনা : দু’দল ছাত্রের মধ্যে মারধর। ধারালো অস্ত্র দিয়ে একে অপরের উপর হামলা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি।

সূত্রের খবর, শুক্রবার দুপুরে চার-পাঁচজন পড়ুয়া দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিল। কোনও বিষয় নিয়ে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে এক যুবক আরেকজনের উপর ছুরি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ।

বন্ধুবান্ধদের দলে থাকা অন্যান্যরা আহতকে মেট্রো স্টেশন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। সম্ভবত আহতকে তারা কোনও হাসপাতালে নিয়ে গিয়েছে। তবে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত এবং আহত উভয়েই স্কুলপড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =