বসিরহাট : নিউটাউনে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার। বুধবার সকালে পুলিশ অবৈধ দোকান সরাতে গেলে দোকান মালিকরা পুলিশের সঙ্গে প্রথমে বচসায় জড়িয়ে পরে। একইসঙ্গে দোকান ভাঙতে গেলে তারা পুলিশকে সংঘবদ্ধ হয়ে বাধা দেয়।
প্রতিবাদে কোল ভবনের সামনে রাস্তায় হকারদের জমায়েত শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে ডিসি নিউটাউন মানব সিংলা এবং নিউটাউন থানার আইসি কল্লোল ঘোষ এবং এনকেডিএ– এর পক্ষ থেকে মাইকিং করা হয়।
সম্প্রতি ফুটপাতের উপর অবৈধ দোকান হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের পরেই নড়েচড়ে বসে বিধান নগর পুলিশ। বুধবার দুপুরে নিউটাউন কোল ভবন সংলগ্ন ফুটপাতের উপর অবৈধ দোকানগুলোকে ভেঙে ফেলা হয় এনকেডিএ কর্তৃপক্ষ এবং নিউটাউন থানার পুলিশের পক্ষ থেকে।